সূচনাঃ
আমাদের জীবনে সময় অত্যন্ত মূল্যবান। ইহা ধন সম্পদের চেয়ে অধিক মূল্যবান।
আমাদের জীবন হল কতকগুলো মূহুর্ত এবং ঘন্টার সমষ্টি। কাজেই সময়ের অপচয় মানে
জীবনকে খাট করা।
সময়
ও স্রোতঃ সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় একবার চলে গেলে আর
কখনও ফিরে আসে না। কিন্তু তারা একে অপরের থেকে ভিন্নও বটে। স্রোত কখনও বৃথা
প্রবাহিত হয় না। ইহা চলার পথে ভূমিকে উর্বর করে। সময়ের অপব্যবহার জীবনকে
নীরস করে। আবার সময়ের সদ্ব্যবহার আমাদেরকে সূখী করে।
সময়ের
সদ্ব্যবহারঃ জীবনের সফলতা সময়ের সদ্ব্যবহারের উপর নির্ভর করে। আমাদের জীবন
ক্ষনাস্থায়ী। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের অনেক দায়িত্ব পালন
করতে হয়। তাই আমাদের অবশ্যই নিয়মানুবর্তী হতে হয়। পড়ার জন্য, খেলার জন্য,
অন্যান্য কাজ করার জন্য, বিশ্রামের জন্য এবং প্রার্থনার জন্য নির্ধারিত সময়
থাকতে হবে। সকল মহৎ লোক সময়ের সদ্ব্যবহার করে গেছেন। এমনকি ক্ষুদ্র প্রাণী
মৌমাছি এবং পিপড়াঁও সময়ের সদ্ব্যবহার করে।
সময়ের
অপচয়ঃ
যারা সময়ের অপচয় করে তারা জীবনে কখনও উন্নতি করতে পারে না। অলসতা
সকল অনিষ্টের মূল। একজন অলস লোক তার নিজের জীবিকা অর্জন করতে পারে না।
অধিকন্তু অলস মস্তিস্ক হল শয়তানের কারখানা।
উপসংহারঃ সময় অত্যন্ত মূল্যবান। তাই আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিৎ। কোন কিছুই ভবিষ্যতের জন্য ফেলে রাখা আমাদের অবশ্যই উচিৎ নয়।